বিপুল পরিমান ইয়াবাসহ এক কিশোর আটক

সিলেট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাটে শনিবারে ভোরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার লক্ষণছড়া এলাকার রুক মিয়ার ছেলে সোহেল মিয়া (১৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবারে ভোরে থানার সেকেন্ড অফিসার (এসআই) যীশু দত্তের নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে সোহেল মিয়াকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ বলেন, মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের কারা হায়েছে। গোয়াইনঘাট থানাকে মাদকমুক্ত করতে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

আইএনবি/বিভূঁইয়া