বিপুল পরিমাণ বিদেশি মদসহ তরুণ আটক

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে র‌্যাব-১৫ এর একটি দল রোববার ভোররাতে টেকনাফের চাইল্যাতলী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ারসহ মোহাম্মদ সাদেক (১৯) নামের এক তরুণকে আটক করেছে র‌্যাব।

আটক মোহাম্মদ সাদেক টেকনাফ সদরের বরইতলী ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ইসমাইলের ছেলে।

র‌্যাব-১৫ এর টেকনাফ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার লে. মীর্জা শাহেদ মাহতাব জানান, টেকনাফ-কক্সবাজার সড়কের চাইল্যাতলী ব্রিজ এলাকায় একদল মাদক কারবারি মাদক মজুত করেছে- এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও সাদেককে আটক করা সম্ভব হয়েছে। এ সময় মজুত করা ২৫৪ ক্যান বিয়ার ও ২৪ বোতল হুইস্কি জব্দ করা হয়েছে।

তিনি জানান, মাদক আইনে মামলা করে জব্দ করা মাদকসহ আটক সাদেককে টেকনাফ থানায় সোপর্দ করা হবে।

আইএনবি/বিভূঁইয়া