বিজয় দিবসে শহীদদের প্রতি স্বেচ্ছাসেবকলীগের শ্রদ্ধা ও রক্তদান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
মহান বিজয় দিবসে স্বাধীনতা যুদ্ধ নিহত সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ। আজ সোমববার ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করেন সংগঠনটির নেতারা।

এসময় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারন সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, সদ্য বিদায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম বেপারী, দফতর সম্পাদক সালেহ মোহাম্মদ টুটুল, নবনির্বাচিত ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি কামরুল হাসান রিপন, সাধারণ সম্পাদক তারিক সাঈদসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।


এরপর নেতৃবৃন্দ সকাল ৮ টায় ধানমন্ডিস্থ ৩২ নম্বরে স্বাধীনতা যুদ্ধের মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় সেখানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে দেশব্যাপী রক্তদান কর্মসূচির উদ্বোধণ করেন কেন্দ্রীয় নেতারা।