বিজ্ঞাপনে সাইফ পুত্র

বিনোদন ডেস্ক:সাইফ খানের মেয়ে সারা আলি খানের পর এবার মিডিয়া জগতে পা রাখলেন ছেলে ইব্রাহিম খান। তবে কোন সিনেমা নয়, একটি বিজ্ঞাপনে কাজ করছেন সাইফ পুত্র।

একটি অনলাইন পোশাক ব্র্যান্ডের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ইব্রাহিম খান। ইতিমধ্যে সেই বিজ্ঞাপনের ফটোশুটেও অংশগ্রহণ করেছেন তিনি।

হাইপেরিয়ন কালেকটিভ নামে ওই অনলাইন ব্র্যান্ড তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইব্রাহিমের ফটোশুটের কয়েকটি ছবি শেয়ার করেছেন। যার একটিতে তার পরনে দেখা গেছে, সাদা রঙের পোলো নেক টি-শার্ট এবং আরেকটিতে পরেছিলেন কালো রঙের হুডি।

ইব্রাহিমের ফটোশুটের ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই সকলেই তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। আবার কেউ কেউ তো তাকে তার বাবা সাইফ আলি খানের সঙ্গে তুলনা করে বলেছেন, তিনি তার রেপ্লিকা।

আইএনবি/বিভূঁইয়া