বিজিবি কর্তৃক চার কোটি টাকার মাদক ধ্বংস

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বডার গার্ড ব্যাটলিয়ন চারকোটি ৯২ লাখ ৯ হাজার টাকা মূল্যের জব্দকৃত মাদক ধ্বংস করেছে । সোমবার সকাল ১১ টায়, ফুলবাড়ী ২৯ বডার গার্ড ব্যাটলিয়নের সদর দপ্তরে এক সুধী সমাবেশে এই মাদক ধ্বংস করা হয়।

মাদক ধ্বংস করণ ও সুধি সমাবেশে ফুলবাড়ী ২৯ বডার গার্ড ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. শরিফুল্ল্যাহ আবেদ এর সভাপতিতে,¡ প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ এর জাতীয় সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বডার গার্ড (বিজিবি) এর দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল সোহরাব হোসেন পিবিজিএম পিএসসি জিপ্লাস, দিনাজপুর ৪২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল গাজী নাহিদুজ্জামান পিএসসি, দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম, দিনাজপুর পুলিশ সুপার আনোয়ার হোসেন, ৪২ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর সামসুজ্জামান মোহাম্মদ আরিফ-উল-ইসলাম, র‌্যাব ১৩ এর অধিনায়ক কমান্ডার রেজা আহম্মেদ ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার মিঞা আশিষ বীন হাছান, জুটিশিয়াল ম্যাজিষ্ট্রেট লিমেন্ট রায়, ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর এর সহকারী পরিচালক রাজিউর রহমান, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম চৌধুরী ও বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান প্রমুখ।

ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল শরিফুল্ল্যাহ আবেদ বলেন, গত ২০১৮ সালের ১ জানুয়ারী থেকে ২০১৯ সালের ৩১ আগষ্ট প্রর্যন্ত ফুলবাড়ী ২৯ বিজিবির সৈনিকগণ সীমান্ত রক্ষার পাশাপাশি বিভিন্ন সময়ে মাদক বিরোধী অভিযানে জব্দকৃত ৪০ হাজার ৩০৭ বোতল ফেনসিডিল, ১৭ লিটার তরল ফেনসিডিল, ১৯০ বোতল বিদাশী মদ, ১১৬ প্যাকেট বিদাশী মদ, ৪২ লিটার দেশি মদ, এক হাজার ১৩১টি নেশা জাতীয় ইনজেকশন, এক লাখ ৫৮ হাজার ৯৮০টি যৌন উত্তেজক ট্যাবলেট, ২৯ হাজার ৩০৯ বোতল যৌন উত্তেজক সিরাপ, ২১ দশমিক ৩৫ কেজি গাঁজা, ১৯ কেজি ভাং, ৯২৫টি ইয়াবা ট্যাবলেট সাড়ে ৫ কেজি মদ তৈরির বড়ি।

দিনাজপুর ৪২ বডার গার্ড ব্যাটলিয়নের সৈনিক কতৃক গত ২০১৮ সালের ২২ আগষ্ট থেকে ২০১৯ সালের ২০ নভেম্বর প্রর্যন্ত জব্দকৃত ৯৫৩ বোতল ফেনসিডিল, ১০০ বোতল ও ৬০ প্যাকেট বিদাশী মদ, সাড়ে তিন কেজি গাঁজা, ১৩৪ টি নেশা জাতীয় ইনজেকশন। যা একত্রে মোট মূল্য চার কোটি ৯২ লাক ৯ হাজার টাকা ।

মাদক দ্রব্য ধ্বংস পুর্বক আলোচনা সভায দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম বলেন, মাদক মুক্ত দিনাজপুর গড়ার জন্য দিনাজপুর জেলা প্রশাসনসহ সকল আইন শৃংখলা বাহিনী একত্রে কাজ করে যাচ্ছে ।

আইএনবি/বিভূঁইয়া