বিজিবির অভিযানে ১৩৩৪ বোতল ফেন্সিডিল উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক কামরুল হাসান মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানান, মহেশপুর ব্যাটালিয়ন-৫৮ বিজিবির সদস্যদের মাদকবিরোধী পৃথক পৃথক অভিযানে ১৩৩৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার বিকাল ৪টার দিকে রাজাপুর বিওপির সদস্যরা শিংনগর বাঁশবাগানের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৬ বোতল, মঙ্গলবার ভোর ৪টার সময় গয়েশপুর বিওপির সদস্যরা ১০৪ বোতল ও মেদিনিপুর বিওপির সদস্যরা সকাল সাড়ে ৮টার সময় হরিহরনগর গ্রামের আমবাগানের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১১৮৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।

আইএনবি/বিভূঁইয়া