আইএনবি নিউজ: রাজধানীর কমলাপুরে শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সাতটি শিক্ষা প্রতিষ্ঠানকে আটটি বিআরটিসি বাস হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ কথা জানান। সূত্র: চ্যানেল টোয়েন্টিফোর, ডিবিসি নিউজ টিভি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যুবসমাজ নিয়ে প্রধানমন্ত্রীর এজেন্ডা বাস্তবায়নে যুবলীগের নতুন চেয়ারম্যান্যান শেখ ফজলে শামস পরশ ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন। যুবলীগ যবসমাজের প্রত্যাশা বাস্তবায়নে কাজ করবে।
ওবায়দুল কাদের বলেন, অনু্প্রবেশকারী ঠেকাতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পূণাঙ্গ কমিটি যাচাই বাছাই করা হবে। ইউপি কমিটিও এর আওতায় আনা হচ্ছে।
আইএনবি/বিভূঁইয়া