বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৮

মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় শুক্রবার (২২ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার ষোলঘর এলাকায় বাস-মাইক্রোবাসের সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন।

ওসি হেলাল উদ্দিন (তদন্ত) দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি এ বিষয়ে জানান, ঘটনাস্থলেই ৬জন নিহত হয়। আহতদের উদ্ধার করে ঢাকার মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পথে আরও ২ জনের মৃত্যু হয়।’

দুর্ঘটনার বিষয়ে শ্রীনগর থানার ওসি মো. হেদায়তুল ইসলাম ভুঁইয়া বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মাওয়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ডিএম পরিবরহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে ৮ জন নিহত হয়েছে। আহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

আইএনবি/বিভূঁইয়া