বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

পাবনা প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সদরদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২জন।

তাৎক্ষনিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে নিহত তিনজন বাসের যাত্রী ছিলো বলে জানা গেছে।

এ ঘটনায় আহত ১২ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর অবস্থায় ৫ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া