বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল মা-শিশুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারের মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা-সিলেট মহাসড়কে পুরিন্দা শিমূলতলী এলাকায় দুই বাসের প্রতিযোগিতার মধ্যে পড়ে প্রাণ হারিয়েছেন মানসুরা (৪০) ও তার ৪ বছর বয়সী শিশু সন্তান আসিফ।

এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পলাতক। নিহতরা হলেন- নরসিংদীর মাধবদী কান্দাইলের জাহাঙ্গীরের স্ত্রী মানসুরা (৪০) ও তার কোলে থাকা ছেলে আসিফ (৪)।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি মোজাফফর জানান, বাস থেকে নামার জন্য ছেলেকে কোলে নিয়ে দরজার কাছে এসে দাঁড়িয়েছিলেন মানসুরা। এ সময় দুটি বাস প্রতিযোগিতা করে ওভারটেকিংয়ের চেষ্টা করলে তাল সামলাতে না পেরে পড়ে যান মানসুরা। যে বাসের যাত্রী ছিলেন ওই মা ও শিশু, তারা সেই বাসের পেছনের চাপায় পিষ্ট হয়ে মারা যান।

আইএনবি/বিভূঁইয়া