গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে রোববার ভোরে পৌর এলাকার ভাংনাহাটি গ্রামে ১৯ দিন বয়সের এক শিশু সন্তানকে বাথরুমে বালতির পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। নিহত শিশুটির নাম আব্দুল্লাহ আল মাহাদী।
অভিযুক্ত ওই বাবার নাম বিজয় হাসান (২৬)। তিনি শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামের শামসুল হকের ছেলে।
শিশুটির নানা মোফাজ্জল হোসেন অভিযোগ করে বলেন, রোববার ভোর আনুমানিক ৬টার দিকে শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজি পরে বাথরুমের বালতির পানিতে শিশুটিকে চুবানো অবস্থায় দেখত পায়। পরে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, বিজয় হাসান নেশাগ্রস্ত এবং অন্য আরেক মেয়ের সঙ্গে তার পরকীয়ার সম্পর্ক রয়েছে। মাঝে মধ্যেই আমার মেয়ের সঙ্গে তার কলহ লেগে থাকতো। শিশুটি মায়ের পেটে থাকা অবস্থায় অভিযুক্ত বিজয় হাসান শিশুটিকে হত্যার হুমকি দিয়েছিল। তাই শিশুটির জন্মের আগে থেকেই মেয়েকে আমার বাড়িতে এনে রাখি। গত শুক্রবার বিজয় এখানে বেড়াতে আসে। আর আজ সে এ পাশবিক ঘটনা ঘটালো।
শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) আক্তারুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত বিজয় হাসানকে আটক করেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আইএনবি/বিভূঁইয়া