বাণিজ্য মেলা ১০ জানুয়ারি বন্ধ থাকবে

আইএনবি নিউজ: শুক্রবার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরু হবে। ক্ষণগণনার কারণে ওইদিন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বন্ধ থাকবে বলে জানিয়েছে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

মেলার আয়োজক প্রতিষ্ঠান রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) উপ-পরিচালক এবং মেলার সদস্য সচিব আব্দুর রউফ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরুর দিন ১০ জানুয়ারি শুক্রবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত সপ্তাহে স্বরাষ্ট্রমন্ত্রণালয় আমাদের একটি চিঠি দিয়েছিল। তাদের সুপারিশের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ১০ জানুয়ারি বাণিজ্য মেলা বন্ধ রাখতে অনুরোধ জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় বাস্তবায়ন কমিটির সুপারিশের আলোকে তিনি এ অনুরোধ জানান।

প্রতিবছরের মতো এবারও বছরের প্রথম দিন ১ জানুয়ারি শুধু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মাসব্যাপী বাণিজ্য মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আইএনবি/বিভূঁইয়া