বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর গভীর রাতে বাড়িতে ঢুকে হামলার ঘটনা ঘটেছে। তাকে ছুরি দিয়ে বেশ কয়েকবার আঘাত করা হয়েছে। পরে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে সাইফ আলি খানকে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, গভীর রাতে এক অজ্ঞাত ব্যক্তি সাইফ আলি খানের বাড়িতে প্রবেশ করে। এ সময় ঘুমন্ত সাইফের ওপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেন ওই ব্যক্তি। এতে আহত হন সাইফ। বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাত আড়াইটা নাগাদ সাইফের বাড়িতে প্রবেশ করে এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিকারী। ওই দুষ্কৃতিকারী সাইফকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে আহত অবস্থায় অভিনেতাকে ভর্তি করানো হয় লীলাবতী হাসপাতালে। ডাকাতির উদ্দেশ্যেই এই হামলা বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।
আইএনবি/বিভূঁইয়া