ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিনিধি: বাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে র্যাব-১৪ রোববার দিবাগত রাতে উপজেলার পাহাড়িয়াকান্দি এলাকার নিজ বাড়ি থেকে বিদেশি পিস্তলসহ মো. শুক্কুর আলী (৪৬) নামে সন্ত্রাসীকে আটক করেছে । শুক্কুর আলী ওই এলাকার মৃত ফজলু মিয়ার ছেলে।
সোমবার (১১ নভেম্বর) দুপুরে র্যাব এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বাঞ্ছারামপুরের পাহাড়িয়াকান্দি এলাকায় অভিযান চালায় র্যাব সদস্যরা। এ সময় শুক্কুর মিয়ার নিজ বাড়িতে অভিযান পরিচালনাকালে তার দেহ তল্লাশি করে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পরে তার বাড়িতে তল্লাশি চালালে সেখান থেকে তিন বোতল হুইস্কি উদ্ধার করা হয়।
র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, আসামির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া