চট্টগ্রাম প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ কক্সবাজারের কলাতলী এলাকা হতে চট্টগ্রাম জেলার বাচ্চা চুরি চক্রের মূল হোতা মো: আফসার প্র. জাফর সাদেক (৩৫) গ্রেপ্তার করে। সে পূর্ব গাটিয়া ডাঙ্গা ৩ নং নলুয়া ইউপি, থানা-সাতকানিয়ার মৃত আব্দুস সোবহান এর ছেলে।
রোববার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান এই তথ্য জানান । এসময় এসি নোবেল চাকমাসহ অভিযানে অংশগ্রহণকারী পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আসামি মো. আফসার প্র. জাফর সাদেকের (৩৫) দেওয়া তথ্য মোতাবেক পারভীন আকতার (৩০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। যার নিকট বিক্রয়ের আগ পর্যন্ত লালন পালন করার জন্য চুরি করা বাচ্চা রাখা হতো।
ধৃত আসামি মো. আফসার প্র. জাফর সাদেক (৩৫) কে জিজ্ঞাসাবাদে ইতোপূর্বে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার মামলা নং-১৬, তাং-১৫/০৩/২০১৯, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং-০৩) এর ৬(২) সংক্রান্তে বাচ্চা চুরি করেছে মর্মে স্বীকার করে।
গ্রেপ্রতারকৃত আসামি পারভীন আকতার (৩০), স্বামী-আবুল বশর, পিতা-দীল মোহাম্মদ, সাং-পিতার বাড়ী-সৈয়দনগর, করিম সওদাগরের বাড়ী, মসজিদ কমিটির বাড়ি, দীল মোহাম্মদের বেড়ারঘর, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম, স্বামী বাড়ি-সেনেরহাট, শামসুমাস্টারের বাড়ি, থানা-লোহাগাড়া, জেলা-চট্টগ্রাম।সুজিত কুমার নাথ (৪৫), পিতা-অনন্ত মোহন নাথ, সাং-পশ্চিম গৈড়ালা, রমনি নাথের বাড়ি, ১নং ওয়ার্ড, ১০নং ধলঘাট ইউপি, ডাকঘর-গৈড়লা, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম।
আইএনবি/বিভূঁইয়া