সালেক সভাপতি, মনিরুল সাধারণ সম্পাদক
নিজস্ব প্রতিবেদক
চিকিৎসা পেশায় নিয়োজিতদের সংগঠন বাংলাদেশ সোসাইটি অব মাসকুলোস্কেলেটাল মেডিসিনের নতুন কমিটি গঠন করা হয়েছে। ২০১৯-২০ মেয়াদে সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন প্রফেসর আবুল খায়ের মোহাম্মদ সালেক এবং সাধারণ সম্পাদক হয়েছেন প্রফেসর মনিরুল ইসলাম। সোমবার রাজধানীর ধানমন্ডিস্থ একটি রেস্তোরায়অ সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির বাকি নবনির্বাচিতরা হলেন- সহ-সভাপতি প্রফেসর মনিরুজ্জামান খান, প্রফেসর সৈয়দ মোজাফ্ফর আহমেদ, প্রফেসর সুজান আল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মশিউর রহমান খসরু, ডা. সাখাওয়াত হোসেন, কোষাধ্যক্ষ ডা. বিগ্রেডিয়ার জেনারেল শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডা. মনিরুজ্জামান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. তারিকুল ইসলাম মাসুম, প্রযুক্তি বিষয়ক সম্পাদক ডা. আবু বক্কর সিদ্দিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. নুরুজ্জামান খন্দকার, গণযোগাযোগ সম্পাদক ডা. মহিউদ্দিন খান, আপ্যায়ন সম্পাদক ডা. মো. হারুন-অর-রশিদ।
সদস্য হিসেবে রয়েছেন, প্রফেসর কাউসার সরদার, ডা. শাহাদাত হোসাইন, জাহিদুল ইসলাম, ডা. ইন্দ্রজিৎ কুন্ডু, ডা. আব্দুর রহিম, ডা. তারিকুল ইসলাম, ডা. নুরুল হক মিয়া, ডা. রায়হান হামিদ, ডা. সুলতান মাহমুদ সুমন, প্রফেসর কামরুল ইসলাম, প্রফেসর ময়নুজ্জামান, প্রফেসর আব্দুল গনি মোল্লা, প্রফেসর সামসুন নাহার, প্রফেসর রিদওয়ানুর রহমান, প্রফেসর তাসলিম উদ্দিন, প্রফেসর মো. হাবিবুর রহমান, প্রফেসর শাহিদুর রহমান, প্রফেসর মিনহাজ রহিম চৌধুরী।