বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চাকুরিয়া সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে। মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুল গনি (৩০)। তিনি চাকুলিয়া এলাকার তাহের আলীর ছেলে। প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খালিকুজ্জামান বলেন, ‘আমি শুনেছি সীমান্তে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

ডিবিসি নিউজ টিভি, বাংলা নিউজ

আইএনবি/বিভূঁইয়া