বসুয়ায় নারীকে পিটিয়ে জখম

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীতে জামায়াত নেতা নগরীর বসুয়া এলাকায় বাড়িতে প্রবেশ করে রূপালী বেগম (৪০) নামে এক নারীকে পিটিয়ে জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই নারীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ওই এলাকার অটোরিকশা চালক বাদল আলীর স্ত্রী।

বুধবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে রূপালী বেগমের ওপর হামলার ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তির নাম মাহবুবুল আলম কাজল (৪৫)। তিনি একই এলাকার মৃত বেলাল হোসেনের ছেলে। তিনি জামায়াত নিয়ন্ত্রিত বিসমিল্লাহ একাডেমীর পরিচালক ও নগরীর ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর রোকন। তার বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রতিবেশীরা জানান, জামাত নেতা মাহবুবুল আলম কাজল এলাকার সবার সঙ্গেই খারাপ আচরণ করেন। তার ভয়ে কেউ কিছু বলার সাহস পায় না। এলাকায় প্রভাবশালী ও জামাতের সঙ্গে সম্পৃক্ততার কারনে কেউ তাকে কিছু বলেন না। এ কারণে বেপরোয়া হয়ে উঠেছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় নাশকতার মামলাও রয়েছে বলে অভিযোগ করেন প্রতিবেশীরা।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বলেন, হামলার শিকার নারী রাতেই থানায় এসে ঘটনা অবহিত করেছেন। তার অবস্থা ভালো না থাকায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালীর স্বামী বাদল জানান, এ ঘটনায় শিগগিরই তারা থানায় মামলা দায়ের করবেন।

আইএনবি/বিভূঁইয়া