বরিশাল শিক্ষা বোর্ডের নতুন সচিব বাহারুল আলম

বরিশাল প্রতিনিধি: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন সচিব হয়েছেন অধ্যাপক আ ফ ম বাহারুল আলম। তিনি এর আগে বরিশাল সরকারি মহিলা কলেজে ইনসিটু কর্মরত ছিলেন।

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনুস সোমবার (২ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ।

এ সময় তিনি জানান, রোববার (১ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে অধ্যাপক আ ফ ম বাহারুল আলমকে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন সচিব হিসেবে পদায়ন দেয়া হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া