বরিশালে মোবাইল চুরির অপবাধে যুবককে পিটিয়ে হত্যা

বরিশাল প্রতিনিধি : বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের নলশ্রী গ্রামে মোবাইল চুরির অপবাদ দিয়ে কাওসার হোসেন (৩২) নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় সোমবার মধ্যরাতে ১৩ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নিহতের মা রওশনআরা বেগম বাদি হয়ে স্থানীয় এক ছাত্রলীগ নেতা ও এক পল্লী চিকিৎসকসহ সাতজনের নাম উল্লেখ করে আরও ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে এ মামলা দায়ের করেন। এর আগে সোমবার ভোর রাতে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাওসার হোসেন মারা যায়।

মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বানারীপাড়া থানার ওসি শিশির কুমার পাল জানান, আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

উল্লেখ্য, জমিজমা নিয়ে বিরোধের জেরধরে কাওসারের বড় ভাই মিজানুর রহমানকে ২০০৭ সালে প্রতিপক্ষরা পিটিয়ে হত্যা করেছিলো।

আইএনবি/বিভূঁইয়া