বরিশালে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

বরিশাল প্রতিনিধি : রোববার (২২ডিসেম্বর) সকালে বাকেরগঞ্জ উপজেলায় মাহমুদুল হাসান সজীব বেপারীকে (১৮) হত্যার অভিযোগ ওঠেছে। সে উপজেলার নিয়ামতি ইউনিয়নের ছোট পুইয়াউটা গ্রামের আবদুর রাজ্জাক বেপারীর ছেলে ও বাকেরগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

নিহতের চাচাতো ভাই মো. বশির আলম জানান, গত শুক্রবার তার মেয়ের বিয়ে হয়। রোববার বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় জামাইবাড়িতে বউভাতের অনুষ্ঠান রয়েছে। যেখানে তাদের সবার যাওয়ার কথা।

সকালে সজীবকে তিনি ফ্লেক্সিলোড করার জন্য টাকা দিয়ে দোকানে পাঠান। কিছুক্ষণ পর তারা খবর পান সজীবকে বাড়ির পাশের রাস্তায় মারধর করা হচ্ছে। তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান সজীবকে পার্শ্ববর্তী পরিমল সরকারের ছেলে স্কুলছাত্র সুব্রত সরকার মারধর করছে। হঠাৎ করেই সজীব মাটিতে লুটিয়ে পড়ে এবং সুব্রত সরকার ও তার সহযোগী পবিত্র সরকার দৌঁড়ে পালিয়ে যায়।

এ সময় কাছে গিয়ে দেখা যায়, সজীরের পেটের পেছন থেকে ছুরিকাঘাত করা হয়েছে এবং রক্তক্ষরণ হচ্ছে। এর পর পরই তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান, এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে এ পর্যন্ত সাতজনকে আটক করেছে।

আইএনবি/বিভূঁইয়া