বরিশাল প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার বরিশাল-বাকেরগঞ্জ সড়কের বার আউলিয়ার মাজার সংলগ্ন এলাকায় মালবাহী পিকআপ ভ্যান উল্টে গিয়ে চালক ও তার সহযোগী নিহত হয়েছেন।
নিহতরা হলেন, পিকআপ ভ্যান চালক রুবেল (২৭) ও তার সহযোগী মোহাম্মদ কুদরত (৫৬)।
ঘটনাস্থলে একজন আর অপর জন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়েছে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, বার আউলিয়ার মাজার সংলগ্ন এলাকায় মালবাহী একটি পিকআপ ভ্যানের চাকা পাংচার (ফেটে যায়) হয়ে গেলে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এতে চালক রুবেল ঘটনাস্থলেই মারা যায়। এ দুর্ঘটনায় তার সহযোগী মোহাম্মদ কুদরত গুরুতর আহত হন। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
আইএনবি/বিভূঁইয়া