বরগুনায় নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কৃত

বরগুনা প্রতিনিধি: বরগুনার রোববার (০৯ ফেব্রুয়ারি) তালতলীতে এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে সাত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

পরীক্ষার তৃতীয় দিন ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকালে বরিশাল বোর্ডের ভিজেলেন্স টিমের সদস্যরা সাত শিক্ষার্থীদের বহিষ্কার করতে বলেন।

জানা গেছে, উপজেলার তালতলী মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে (কোড নং-২২১) তিন সদস্য বিশিষ্ট বরিশাল শিক্ষা বোর্ডের এক ভিজেলেন্স টিমের নির্দেশে সাত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সাতজনের মধ্যে তালতলী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দু’জন, তালুকদারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের দু’জন, লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়ের একজন, দক্ষিণ ঝাড়াখালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের একজন ও নয়াভাইজোড়া বিএনএ মাধ্যমিক বিদ্যালয়ের একজন পরীক্ষার্থী রয়েছে।

কেন্দ্র সচিব পরিমল চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেন বলেন, বহিষ্কৃতদের এ বছর কোনো পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

আইএনবি/বিভূঁইয়া