নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবাষির্কী পালন করেছে আওয়ামী মৎস্যজীবী লীগ।
দিনটি উপলক্ষে আজ শনিবার (৮ আগস্ট) ফজিলাতুন্নেছা মুজিবের সমাধিতে শ্রদ্ধা এবং দোয়ার আয়োজন করে সংগঠনটি।
শ্রদ্ধা জানান সংগঠনটির সভাপতি ছায়ীদুর রহমান সাঈদ, সাধারণ সম্পাদক শেখ আজগর নস্কর। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা মো. শাজাহান হাং, মো. মীর রাশেদুজ্জামান রাশেদ, মো. ফিরোজ আহমেদ তালূকদার, মো. শফিউল আলম শফিক, মো. মামুন সিদ্দিকী, মো. সাজ্জাদুল হাসান লিকু সিকদার, মো. সাঈদ, মো. নাজমুল হক, মো. রেজুয়ান আলী খান আর্নিক, মো. হাবিবুর রহমানসহ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এবং ঢাকা জেলার নেতৃবৃন্দ।
মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক শেখ আজগর নস্কর বলেন, স্বাধীনতার আগে এবং পরে বঙ্গবন্ধুর বর্নাঢ্যময় রাজনৈতিক জীবনকে সহজ করে তুলেছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা। স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনতা ও বাংলাদেশ আওয়ামী লীগকে সুসংগঠিত রাখার আরেক নাম বঙ্গমাতা। তাই বঙ্গমাতার সাধারণ জীবন যাপনকে সামনে রেখে বর্তমান সমাজ বিনির্মাণে সচেষ্ট হই।
তিনি বলেন, আজকের এই দিনে মৎস্যজীবি লীগ শ্রদ্ধার সঙ্গে বঙ্গমাতাকে স্মরণ করছে এবং নেতাকর্মীদের তার আদর্শ ধারণ করার আহ্বান জানাচ্ছি। পরে বঙ্গমাতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।