বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের গলফ ইভেন্ট’র উদ্বোধনী

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েসনের নির্দেশনায় বাংলাদেশ গলফ ফেডারেশনের সার্বিক তত্বাবধান এবং কুর্মিটোলা গলফ ক্লাবের আয়োজনে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস (গলফ্ ইভেন্ট) ২০২০-এর প্রেস ব্রিফিং ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমোদনে ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গলফ ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, ওএসপি, এনডিইউ, পিএসসি। এ ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল সাকিল আহমেদ, এসপিপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি ও সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মো. তাজুল ইসলাম ঠাকুর, বিএসপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি উপস্থিত ছিলেন।

আইএনবি/বিভূঁইয়া