নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় কার্যকর করার দাবীতে মানব বন্ধনে ব্যারিস্টার জাকির আহাম্মদ মন্তব্য করে বলেন বঙ্গবন্ধুর কোন খুনি পৃথিবীতে বেঁচে থাকবে তা আমরা বিশ্বাস করিনা এবং হতে দেবোও না।
আজ শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০ টায়, ঢাকা জাতীয় প্রেসক্লাব চত্বরে বঙ্গবন্ধু একাডেমীর উদ্যোগে স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক বঙ্গবন্ধু হত্যার পলাতক খুনিদের বিচারের রায় কার্যকর করার দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানব বন্ধনে সাবেক ছাত্রনেতা ও আওয়মীলীগের কেন্দ্রীয় উপ- কমিটির সদস্য ব্যারিস্টার জাকির আহাম্মদ সহ কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।
ব্যারিস্টার জাকির আহাম্মদ তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবী করে বলেন, বঙ্গবন্ধুর খুনিদের বিচারের রায় দ্রুত কার্যকর এবং দলের তৃনমূল পর্যায় থেকে শুরু করে সকল স্তরে হাইব্রিডদের বিতারিত করে ত্যাগী নেতা-কর্মীদের যথাযথ মূল্যায়ন করতে হবে।
তাঁর বক্তব্য চলাকালীন সময়ে শত-শত পথচারীকেও রাস্তায় দাঁড়িয়ে বক্তব্য শোনতে দেখা যায়।
আইএনবি নিউজ,ঢাকা