বগুড়া শহরে শিশু খুন

বগুড়া প্রতিনিধি:বগুড়ায় গলাটিপে লুনা(৬) নামের এক শিশুকে হত্যা করা হয়েছে। পুলিশ শনিবার রাতে শহরের খান্দার এলাকা থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পৈশাচিক নির্যাতনের পর শিশুটিকে হত্যাকরা হয়ে থাকতে পারে।
নিহত লুনা এলাকার ফযলার রহমানের মেয়ে ।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, নিহত লুনা সন্ধ্যার পর পাশের বাড়ীতে টিভি দেখার কথা বলে বাড়ী থেকে বের হয় । রাত ৮টার দিকে বাড়ীর সন্নিকটে পেছনের একটি গলিপাশে নির্জন স্থানে তার লাশ দেখতে পায় এলাকাবাসী ।

পরে পুলিশে খবর দেয়া হলে স্থানীয় ষ্টেডিয়াম ফাঁড়ী পুলিশের এসআই জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে সুরতহাল শেষে লাশ মর্গে প্রেরন করে। শেষ খবর পর্যন্ত শিশুটির মৃত্যুর প্রকৃত কারন জানা যায়নি।

এ বিষয়ে এসআই জাহাঙ্গীরের সাথে কথা বলা হলে তিনি ঘটনা নিশ্চিত করে জানান, শিশুটির গলা এবং কপালে আঘাতের চিহ্ন রয়েছে। তবে তিনি এসময় শিশুটির সাথে পৈশাচিত কোন ঘটনা ঘটেছে কি না সে বিষয়ে কিছু না বলে জানান, ময়না তদন্ত রির্পোট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারন নিশ্চিত হওয়া যাবে ।

আইএনবি/বিভূঁইয়া