বগুড়ায় মিনি ক্যাসিনো সরঞ্জামসহ ৫ জুয়াড়ি গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি: বগুড়ার গত রোববার সন্ধ্যায় উপজেলার বড়আখিড়া গ্রামের একটি বাঁশ ঝাড়ে অভিযান চালিয়ে আতাদমদীঘিতে মিনি ক্যাসিনো চলাকালে সরঞ্জামসহ পাঁচ জুয়াড়িকে গ্রপ্তোর করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো,উপজেলার বড়আখিড়া গ্রামের মনছুর আলীর ছেলে রোস্তম আলী (৩০), কায়ছারের ছেলে শরিফুল ইসলাম (৩০) , ছায়েদ আলীর ছেলে সামছুর রহমান (৩২) , খয়বরের ছেলে সোহাগ (২৮), ও তহির উদ্দীনের ছেলে মোজাম সরদার (৪২)। এ ব্যাপারে আদমদীঘি থানায় মামলা হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দীন জানায়, গোপন সংবাদে জানতে পারি আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বড়আখিড়া গ্রামের নির্জন বাঁশ ঝাড়ে এক দল জুয়াড়ি দীর্ঘ দিন মিনি ক্যাসিনো চালিয়ে জুয়া খেলা করে আসছিল। গত রোববার সন্ধ্যায় সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ উল্লেখিত জুয়াড়িদের গ্রেপ্তার করে সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হব।

আইএনবি/বিভূঁইয়া