বগুড়ায় বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

বগুড়া প্রতিনিধি: বগুড়া সদরের বনানী এলাকায় মঙ্গলবার (৯ জুলাই) ভোরের দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৭ জন।

শাজাহানপুর থানার ওসি শহিদুল হক এই ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, সিরাজগঞ্জের কাজিপুরের জামাল হোসেন, শামীম হোসেন ও বরিশালের হিজলা এলাকার হৃদয়। যার পরিচয় পাওয়া যায়নি তিনি একজন অজ্ঞাতনামা নারী। নিহতদের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শাজাহানপুর থানার ওসি শহিদুল হক জানান, ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কার্ভার্ডভ্যানের চালক হৃদয় ও অজ্ঞাতনামা এক মহিলার মৃত্যু হয়।

পরে আহতের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শামীম নামে আরও একজন মারা যান। এরপর চিকিৎসাধীন অবস্থায় জামাল নামে আরও একজনের মৃত্যু হয়। হাসপাতালে ভর্তি আছে ৭ জন।

আইএনবি/বিভূঁইয়া