বগুড়ায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি: শনিবার দিবাগত আড়াই টায় র‌্যাব-১২ ক্যাম্পের একটি আভিযানিক দল, বগুড়া জেলার সদর উপজেলার মাটিডালি বিমান মোড়স্থ নিউ এশিয়ান হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে রাস্তার পাশে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোছা.সুরাইয়া বেগম (৩৫) গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার গৃধারীপুর গ্রামের মো.মমিনের স্ত্রীকে ৯৯ বোতল ফেন্সিডিল, ১টি মোবাইল, ১টি সীমকার্ড এবং নগদ ৩৩০০টাকাসহ গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মাদকদ্রব্য ও ফেন্সিডিলসহ বগুড়া ও গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন।

আইএনবি/বিভূঁইয়া