বগুড়ায় পিকআপ চাপায় নিহত ২

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় শনিবার সকাল ৬টায় দ্বিতীয় বাইপাস সড়কের খামারকান্দি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- দেলোয়ার হোসেন (৪৫) খামারকান্দি পশ্চিমপাড়ার মৃত আফতাব হোসেনের ছেলে ও একই এলাকার দুলাল হোসেন (৪০) পিতা মৃত আফছার আলী।

দেলোয়ার হোসেন পেশায় দর্জি শ্রমিক এবং দুলাল হোসেন কৃষিকাজ করতেন। স্থানীয়রা জানায়, নিহত ২জনের বাড়ী বাইপাস সড়ক সংলগ্ন। তারা সকালে সড়কের পাশে বসে ছিলেন। এসময় বনানী দিক থেকে ছেড়ে আসা একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বসে থাকা ২জনকে চাপা দিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ২জনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই উল্টে যাওয়া পিকআপ এর ভিতর থেকে চালক হেলপার বের হয়ে পালিয়ে যায়। পরে পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে পিকআপটি আটক করে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বদিউজ্জামান বলেন, পুলিশ দুর্ঘটনাস্থল থেকে পিকআপটি আটক করে ও ২টি লাশ উদ্ধার করে। নিহতদের পরিবারের পক্ষ থেকে কোন মামলা মোকদ্দর্মা করতে না চাইলে তাদের অভিভাবকে লাশ হস্তান্তর করে দাফনের অনুমতি দেওয়া হয়।

আইএনবি/বিভূঁইয়া