বগুড়ায় নির্মিত হচ্ছে মুজিব মঞ্চ

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় নির্মিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে ‘মুজিব মঞ্চ’। জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের জিরোপয়েন্ট সাতমাথার ডাকঘরের প্রধান ফটকের সামনে ওই মঞ্চের নির্মাণ কাজ শুরু হয়েছে।

এই মঞ্চে বছরব্যাপী চলবে বঙ্গবন্ধুর উপর বিভিন্ন অনুষ্ঠান। বগুড়া জেলা প্রশাসন সূত্র জানা যায়, বুধবারের (৮জানুয়ারীর) মধ্যে এই মঞ্চের কাজ শেষ করা হবে। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান এই মঞ্চেই অনুষ্ঠিত হবে। আপাতত এই মঞ্চের নামকরণ করা হয়েছে ‘মুজিব মঞ্চ’।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উজ্জ্বল কুমার ঘোষ বলেন, মঞ্চটি মূলত বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যেই নির্মাণ করা হচ্ছে। এই মঞ্চে মুজিব বর্ষের অনুষ্ঠান ছাড়া অন্য কোনো অনুষ্ঠান হবে না। কোনো সাংস্কৃতিক সংগঠন যদি মুজিববর্ষ উপলক্ষ্যে কোনো অনুষ্ঠান করে তবেই মঞ্চটি ব্যবহার করতে পারবে। মুজিব বর্ষ শেষে এই মঞ্চটি অপসারণ করে নেয়া হবে।

আইএনবি/বিভূঁইয়া