বগুড়া প্রতিনিধি: সোমবার দিবাগত রাত আড়াই টায় বগুড়া পৌর শহরের মালগ্রাম চাপড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪টি দেশীয় অত্যাধুনিক অস্ত্রসহ একাধিক অস্ত্র মামলার আসামি ২ সন্ত্রাসী গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
অভিযানে চাপড়পাড়া এলাকায় আব্দুল ওয়াদুদের ছেলে সন্ত্রাসী, মেঘ (২৬) একই এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে ফয়সাল (২০) নামে দুজনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে অত্যাধুনিক ধারালো লম্বা ১টি চাকু, ১টি চাপাতি ও ২টি ধারালো চাকু উদ্ধার করো হয়।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান এ প্রতিবেদক-কে বলেন, মেঘ ও ফয়সাল মালগ্রাম সহ শহরের বিভিন্ন অপকর্ম করতো তারা। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে মঙ্গলবার দুপুর ১২টায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সদর এলাকায় সন্ত্রাস বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
আইএনবি/বি.ভূঁইয়া