ফ্রেন্ডশিপ হাসপাতাল পরিচালকের কক্ষ থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার

আইএনবি নিউজ: রাজধানীর মাতুয়াইলে ফ্রেন্ডশিপ হাসপাতালের পরিচালকের কক্ষ থেকে মোবারক করিম নামে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ডাক্তার সেগুনবাগিচায় বারডেম-২ হাসপাতালের অ্যানেসথেশিয়া বিশেষজ্ঞ ছিলেন।

তার বাড়ি ভোলার লালমহন উপজেলায়। পুলিশ জানায়, ঘটনার পর থেকে হাসপাতালের পরিচালক পলাতক। হাসপাতালের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শুক্রবার সকাল ১১টার দিকে ফ্রেন্ডশিপ হাসপাতালের পরিচালক জামাল হোসেনের কক্ষ থেকে ডাক্তার মোবারকের মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া