ক্রিড়া ডেস্ক: লিওনেল মেসি ফ্রি-কিক পেলেই সেটাকে গোলে পরিণত করা অভ্যাস হয়ে গেছে। রাতে লা লিগার ম্যাচে ১টি পেনাল্টি ও দুটি ফ্রি-কিকে ২টিতেই গোল আদায়ের মাধ্যমে হ্যাটট্রিক করেন লিওনেল মেসি।
মেসির ক্যারিয়ার ৬১২ গোল হয়ে গেছে । বর্তমানে খেলছেন এমন কোনো ফুটবলারের এই রেকর্ড নেই। ৫২ ফ্রি-কিক গোলের পাশাপাশি ৫২ টি ক্যারিয়ার হ্যাটট্রিকও হয়েছে আর্জেন্টাইন এই জাদুকরের। শুধু লা লিগায় সমান ৩৪টি হ্যাটট্রিক এখন ক্রিশ্চিয়ানো রোনালদো ও মেসির। চলতি মৌসুমে প্রথম হ্যাটট্রিক পেলেন কাতালান জায়ান্টদের প্রাণপুরুষ। এক ম্যাচেই দুটি ফ্রি-কিক গোল মেসির ক্যারিয়ারে দ্বিতীয়।
আইএনবি/বিভূঁইয়া