লালমনিরহাট প্রতিনিধি: শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাট সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন কোনোরকম বিতর্ক ছাড়াই দ্রুত সময়ের মধ্যে রাজাকারের তালিকা প্রকাশ করা হবে ।
মন্ত্রী বলেন, ‘২০০৪ ও ২০০৫ সালে নিয়ম বহির্ভূতভাবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনকে (জামুকা) পাশ কাটিয়ে মন্ত্রণালয় সরাসরি মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করেছে। এতে অনেক অ-মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত থেকে আবার যাচাই-বাছাই করে অ-মুক্তিযোদ্ধারা বাদ পড়ে যাবে।’
এ সময় লালমনিরহাট-১ আসনের সাংসদ ও জেলা আ.লীগের সভাপতি মোতাহার হোসেন, জেলা প্রশাসক আবু জাফরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের স্বাধীনতার ৪৮ বছর পর গত বছরের ১৫ ডিসেম্বর প্রকাশিত হয় রাজাকারের তালিকা। এতে কয়েকজন মুক্তিযোদ্ধার নাম উল্লেখ করা হয়েছে, এমন অভিযোগ ওঠায় ক্ষোভের মুখে তা স্থগিত করা হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী দুঃখ প্রকাশ করে রাজাকারের তালিকা সংশোধনের পর নতুন করে প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছেন।
আইএনবি/বিভূঁইয়া