ফেনসিডিলসহ সাবেক ইউপি সদস্য আটক

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে বুধবার (২৫ ডিসেম্বর) সকালে পুলিশ বাদাল চাঁনপুর গ্রামে অভিযান চালিয়ে ৪৭ বোতল ফেনসিডিলসহ সাবেক ইউপি সদস্য আহসান হাবিবকে আটক করেছে থানা পুলিশ।

আটক আহসান হাবিব বাবু (৪০) ইসবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং ধুরইল গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.শামীম হাসান সরদার জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে থানার উপপরিদর্শক অরুপ কুমার সঙ্গীয় অভিযান চালালে তাকে মাদকসহ গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া