ফেনসিডিলসহ মাদক সম্রাট শাহ্জালাল গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে মঙ্গলবার রাতে শাহ্জালাল (৪৫) মাদক ব্যবসায়ীকে ১৮০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেন।

পুলিশ সূত্র থেকে জানা গেছে, চুয়াডাঙ্গা জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার রাত ১২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কেডিকে ইউনিয়নের খয়েরহুদা হাইস্কুল পাড়ায় মৃত তারাচাঁদ সরদারের বাড়িতে মাদকবিরোধী ঝটিকা অভিযান পরিচালনা করে তারাচাঁদের ছেলে শাহ্জালাল (৪৫)কে আটক করে । তার দেয়া তথ্য মতে বসত বাড়ির ভিতর থেকে ১৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করে তাকে গ্রেপ্তার করেন।

এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি তদন্ত ফেরদৌস ওয়াহিদ বলেন, গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের মামলার প্রক্রিয়া চলছে।

আইএনবি/বিভূঁইয়া