ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে পারিবারিক কলহের জেরে ছেলের দা’য়ের কোপে বাবা নিহত হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের মুন্সি বাড়ী এলাকায় আব্দুল খালেক তার ছেলে লিটন ওরফে মুল্লেকে কাজ না করে ঘুরে বেড়ানোর জন্য বকাবকি করেন। এর জেরে শনিবার সকালে বাড়িতে লিটন তার বাবাকে দা দিয়ে এলোপাথাড়ি কোপায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে ছেলে পলাতক রয়েছে।
ফুলবাড়িয়া থানা ওসি ফিরোজ তালুকদার জানান, নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হচ্ছে। সুরতহাল শেষ করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হবে। এখনো মামলা হয়নি। ঘাতক ছেলেকে গ্রেপ্তারের অভিযান চলছে।
আইএনবি/বিভূঁইয়া