ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে সব ধরনের ছাত্র রাজনীতি স্থগিত

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ (এফইসি) কর্তৃপক্ষ ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করেছে। তবে ছাত্র রাজনীতি বন্ধ না করে স্থগিত করায় অসন্তুষ্টির প্রকাশ করেছেন বিক্ষোভকারী সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৪ মার্চ) রাতে কলেজ কর্তৃপক্ষ বোর্ডে নোটিশ টানিয়ে এ তথ্য জানায়। এর আগে গত ১ মার্চ কলেজে ছাত্রদলের কমিটি দেওয়ার পর থেকে কলেজ ক্যাম্পাসে রাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ করে আসছিল সাধারণ শিক্ষার্থীরা। এ ছাড়াও ছাত্রদলের কমিটিতে স্থান পাওয়া শিক্ষার্থীদের অবাঞ্ছিত এবং বহিষ্কারেরও দাবি তুলেছেন তারা।

কলেজ ক্যাম্পাসে রাজনীতি বন্ধ না করে স্থগিত করায় ক্ষোভ প্রকাশ করে সাধারণ শিক্ষার্থী আসিফ আহমেদ বলেন, আমরা চেয়েছিলাম নিষিদ্ধ, কিন্তু প্রশাসন সেটা করেছে স্থগিত। এটা কোনো সমাধান হতে পারে না। তিনি বলেন, ছাত্রদলের কমিটি হওয়ার পর থেকে বহিরাগতরা মহড়া দিতে থাকে।

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের কাজী সুরাইয়া নামে এক শিক্ষার্থী বলেন, তিন দিন আগে আমাদের ক্যাম্পাসের কিছু ছাত্র ছাত্রদলের কমিটি গঠন করেছেন। কমিটি ঘোষণার পর থেকে বহিরাগতরা এসে ক্যাম্পাস অস্থিতিশীল করে তুলেছেন। তারা পুরো ক্যাম্পাসে এসে মোটরসাইকেল মহড়া দিচ্ছেন। মেয়েদের হলের সামনেও তারা আড্ডা দিচ্ছেন। এর পরিত্রাণ কোথায়? আমরা সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে সব রাজনীতি নিষিদ্ধের দাবি জানাই।

 

আইএনবি /বিভূঁইয়া