ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের কোতয়ালী থানা এলাকা থেকে ইয়াবাসহ মো. সুমন ফকির (২৬) ও মো. রিপন শেখ (৩৩) নামে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮।
শনিবার (১৮ জানুয়ারি) র্যাব-৮ এর সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, গোপন তথ্যে শুক্রবার রাতে কোতয়ালীর কবিরপুর গ্রামের বাসিন্দা সুমন ফকিরের বাসায় অভিযান চালানো হয়। এ সময় সুমন ও রিপনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৯ পিস ইয়াবা, মাদক কেনা-বেচায় ব্যবহৃত ৪ টি সীমকার্ডসহ ৩ মোবাইল ফোন এবং মাদক বিক্রি ২ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জব্দ করা ইয়াবাগুলো তারা বিক্রির উদ্দেশ্যে নিজেদের কাছে রেখেছিলেন। এছাড়া তারা দীর্ঘদিন ধরে ফরিদপুরের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারী ও খুচরা বিক্রি করেন।
আইএনবি/বিভূঁইয়া