প্রেম গুঞ্জনে ক্ষিপ্ত মধুমিতা

বিনোদন ডেস্ক:অভিনেত্রী মধুমিতা সরকার কলকাতার ছোট ও বড় পর্দার অত্যন্ত জনপ্রিয়। অভিনয়ের বাইরেও যিনি সারা বছর তার ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় থাকেন। কখনো শোনা যায় তার মৃত্যুসংবাদ, কোথাও লেখা হয় তার বিবাহবিচ্ছেদ পরবর্তী প্রেমকাহিনি, অথবা নতুন ছবির নায়কের সঙ্গে বিশেষ সম্পর্কের কথা!

তেমনই এক প্রেমের গুঞ্জন নিয়ে এক সাক্ষাৎকারে ক্ষোভ প্রকাশ করলেন মধুমিতা। নায়িকা বলেন, ‘ছবিতে কাজ করা, সিনেমা নিয়ে পড়াশোনা- আমি এসবের মধ্যেই থাকি। কোনো পার্টিতে যাই না। নিজের মধ্যেই থাকি সবসময়। তাও একের পর এক আমাকে নিয়ে যা নয় তাই লেখা হচ্ছে। আমাকে কিছু জিজ্ঞাসাও করা হচ্ছে না!’

মিডিয়ার প্রতি ক্ষোভ উগরে দিয়ে মধুমিতা আরও বলেন, ‘আজ যদি তিনজন বান্ধবীর সঙ্গেও বাইরে ঘুরতে যাই, মানুষ লিখে দেবে মধুমিতা শুধু মেয়েদের সঙ্গেই থাকেন! সেটা নিয়ে আবার মিডিয়া নতুন করে প্রচারে নামবে। একপেশে ভিত্তিহীন খবর প্রচার করবে। এগুলো আমার ওপর মানসিক চাপ তৈরি করে।’

চলচ্চিত্রে কাজের ক্ষেত্রে মুক্তির অপেক্ষায় রয়েছে মধুমিতা অভিনীত প্রতীম ডি দাশগুপ্ত পরিচালিত ‘লাভ আজ কাল পরশু’ ছবিটি। সদ্য তিনি শেষ করেছেন মৈনাক ভৌমিকের ছবি ‘চিনি’। এছাড়া খুব শিগগির শুরু করবেন হইচই সিরিজের ‘দেবদাস ও একটি খুনের গল্প’ ছবির কাজ। এ ছবির মাধ্যমে মধুমিতা এবং অর্জুন আবার জুটি বেঁধেছেন।

এই অর্জুনের সঙ্গেও মধুমিতার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। এ প্রসঙ্গে নায়িকা বলেন, ‘পূজার পরদিন এক্কেবারেই কাজের সূত্রে এক ব্যক্তির সঙ্গে ব্রেকফাস্ট করতে গেলাম। ওমা! মিডিয়া লিখে দিল, আমি ওর সঙ্গে প্রেম করছি। আমাকে একবার জিজ্ঞাসা পর্যন্ত করল না! যদিও মিডিয়া বা ইন্ডাস্ট্রির শোরগোলকে আমি কখনোই পাত্তা দেই না।’

টিভি সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না’তে ‘পাখি’ চরিত্রে, ‘কুসুমদোলা’র ‘ইমন’ এবং ‘কেয়ার করি না’ দিয়ে দর্শকের মন জয় করেছেন মধুমিতা। এখনো দর্শক ‘পাখি’ ও ‘ইমন’ বলতে পাগল। সেই জনপ্রিয়তাকে পুঁজি করে এখন বড় পর্দায়ও আলো ছড়াচ্ছেন মধুমিতা। ‘পাখি’ এখন তার ইচ্ছেমতো ডানা মেলার আকাশই খুঁজে বেড়াচ্ছে।

আইএনবি/বি.ভূঁইয়া