প্রেমিকাকে স্যুটকেসে ভরে হোস্টেলে নেওয়ার সময় ধরা শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক:সবার নজর এড়িয়ে প্রেমিকাকে স্যুটকেসে ভরে হোস্টেলে নেওয়ার সময় ধরা পড়লেন ভারতের হরিয়ানার সোনিপত জেলার ওপি জিন্দাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। ঘটনাটির একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ট্রলিব্যাগে মরদেহ নিয়ে যাওয়ার ঘটনা অনেকেই জানেন। তবে জীবন্ত প্রেমিকাকে ট্রলিব্যাগে ভরার ঘটনা হয়ত আগে শোনা যায়নি। প্রেমিকার সঙ্গে একান্তে সময় কাটাতে চেয়েছিল ওই শিক্ষার্থী। কিন্তু বয়েস হোস্টেলে মেয়েদের প্রবেশ নিষেধ। তাই বাড়ি থেকে আনা বড় কালো ট্রলিব্যাগেই ভরে প্রেমিকাকে নিয়ে ঢুকছিল হোস্টেলে, তবে শেষ পর্যন্ত ওই শিক্ষার্থী ধরে পড়ে যান।

এ ঘটনার ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, তিন-চারজন নিরাপত্তাকর্মী ও অন্যান্য ছাত্ররা স্যুটকেসটি ঘিরে দাঁড়িয়ে আছেন। যার চেন খুলতেই দেখা যায় ভেতরে এক তরুণী কুঁকড়ে বসে আছেন। তবে মেয়েটি ওই একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কিনা তা এখনও জানা যায়নি।

এই ঘটনার প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা জানান, ‌‘ছাত্ররা একটু দুষ্টুমি করেছে। এটা কোনো ব্যাপার না। ওই ছাত্রের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা এখনও জানা যায়নি।’

ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। ব্যবহারকারীদের অনেকে এ ঘটনাটি নিয়ে হাস্যরস করেছেন। আবার অনেকে উদ্বেগ প্রকাশ করে তরুণ সমাজের অবক্ষয় বলে সমালোচনা করেছেন।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

আইএনবি/বিভূঁইয়া