লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে প্রিজন ভ্যানের ধাক্কায় ফজলুল হক (৬০) নামে এক ওয়াসার কর্মচারীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
ফজলুল হক পাটগ্রাম উপজেলার পানবাড়ি গ্রামের মৃত ফান্দু পাইকারের ছেলে। তিনি ওয়াসার মটর চালক পদে লালমনিরহাট কারাগারে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ফজলুল হক সকালে লালমনিরহাট কারাগারে ভেতরে ওয়াসার লাইনের কাজ করছিলেন। এসময় আদালত থেকে কারাগারে আসামি নিতে আসা একটি প্রিজন ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। রমেক হাসপাতালে ভর্তি হওয়ার আধাঘণ্টা পর তিনি মারা যান।
লালমনিরহাট কারাগারের জেল সুপার কিশোর কুমার নাগ ও লালমনিরহাট কোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আইএনবি/বিভূঁইয়া