প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ সদস্যসহ নিহত ২

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলার রায়মনি এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে পুলিশের এএসআইসহ দুইজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- ময়মনসিংহের ফুলবাড়িয়া থানায় কর্মরত উপ-পরিদর্শক (এএসআই) আমিনুল (৩২) ও তার শ্যালক জাহিদুল ইসলাম (২৫)।

ত্রিশাল ফায়ার সার্ভিস ইনচার্জ মুমিন সারোয়ার জানান, এএসআই আমিনুল ও তার শ্যালক একটি প্রাইভেটকারে ভালুকা যাচ্ছিল। প্রাইভেটকারটি ত্রিশালের রায়মনি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারটিসহ তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করে ত্রিশাল থানায় পাঠানো হয়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া