প্রবাসীদের বিক্ষোভ সৌদি এয়ারলাইন্স অফিসের সামনে

আইএনবি নিউজ: সোনারগাঁওস্থ সাউদিয়া এয়ারলাইন্সের কার্যালয়ের বাইরে সড়কে শনিবার বিকেল থেকেই অবস্থান নেয় সৌদি প্রবাসীরা।

টিকিটের জন্য টোকেন ছাড়া হবে এই ঘোষণা ছিলো আগে থেকেই। সেই টোকেনের জন্য না খেয়ে বা আধপেটা খেয়ে সারারাত কাটিয়েছেন সড়কে। শুধু মাত্র টোকেনের জন্য।

রবিবার (৪ অক্টোবর) সকাল থেকে সাউদিয়া এয়ারলাইন্স শুরু করে টিকিটের জন্য অগ্রীম টোকেন প্রদান কার্যক্রম। প্রথম দিকেই অনেক প্রবাসী একসঙ্গে ঢুকতে গিয়ে দেখা দেয় বিশৃঙ্খলা। শুরু হয় ধস্তাধস্তি। এক পর্যায়ে বিক্ষুব্ধরা ভাংচুর করে গেইট। পুলিশের বাধা বা লাঠি চার্জ কিছুই থামাতে পারেনি বিক্ষোভকারীদের।

এক পর্যায়ে কিছুক্ষণের জন্য টোকেন দেয়া বন্ধ থাকে। যদিও এ বিষয়ে সাউদিয়া কর্তৃপক্ষ কিছুই বলতে রাজি হয়নি। রাস্তা অবোরধ ও বিক্ষোবের কারণ হিসেবে প্রবাসীরা বলছেন, দীর্ঘ দিন হয়ে যাচ্ছে কিন্তু সাউদিয়া তাদের টিকিট বা টোকেন কিছুই দিচ্ছে না। সকাল থেকে টোকেন দেয়ার নামে সাউদিয়া এয়ারলাইন্স প্রবাসীদের সঙ্গে ছলনা করছে।

এদিকে, পুলিশ কর্মকর্তারা বলছেন, চাইলেই প্রবাসীদের ওপর চড়াও হওয়া যাবে না। কোনো ধরনের বিশৃঙ্খলাও সৃষ্টি করতে দেয়া হবে না। তাই প্রবাসীদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিক্ষোভ কন্ট্রোল করা হচ্ছে।

তাড়াহুরো করে সাউদিয়া এয়ারলাইন্সের ভেতরে ঢুকতে গিয়ে কয়েকজন প্রবাসী আহত হয়েছে বলে জানা গেছে।

আইএনবি/বি.ভূঁইয়া