আইএনবি নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুন্সীগঞ্জের ১৩টি সেতুসহ মোট ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।
বুধবার সকাল সাড়ে ১০টার এ প্রকল্পের উদ্বোধন করেন।
সেতু ১৩টি হলো- টঙ্গিবাড়ী উপজেলার পাঠানবাড়ি সেতু, শ্রীনগর উপজেলার বেলতলী সেতু, আলদি বাজার সেতু, ছনবাড়ী সেতু, শ্রীনগর বাজার-১ সেতু, শ্রীনগর বাজার-২ সেতু, আটপাড়া সেতু, হাসাড়া-১ সেতু, হাসাড়া-২ সেতু, সাতগাঁও সেতু, সিরাজদিখান উপজেলার ইমামগঞ্জ সেতু, রসুনিয়া সেতু-১, রসুনিয়া-২ সেতু।
সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আবদুর রহমান জানান, ১৩টি সেতুর কাজ শেষ হয়েছে চলতি বছরের জুন মাসে। এছাড়া এ প্রকল্পের আওতায় আরো ৮টি সেতুর কাজ চলমান। যার কাজ সম্পন্ন হতে সময় লাগবে ২০২০ সালের জুন মাস পর্যন্ত।
আইএনবি/বিভূঁইয়া