প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, “অচিন পাখি” নাম রেখেছেন শেখ রেহানা

বরগুনা প্রতিনিধি : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শনিবার (২৮ ডিসেম্বর) সকালে উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী উড়োজাহাজ দুইটির ককপিটসহ বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

উদ্বোধন শেষে কুর্মিটোলায় এক অনুষ্ঠানে নিজ বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, ‘অচিন পাখি’ এই নামটি রেখেছেন প্রধানমন্ত্রীর ছোট বোন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট কন্যা শেখ রেহানা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে এই দুটি ড্রিমলাইনার যুক্ত হলো বাংলাদেশ বিমান বহরে। বাজার মূল্যের চাইতে অর্ধেকেরও কম দামে এই দুটি ড্রিমলাইনার কিনে বাংলাদেশ বিমান। এর মধ্যে দিয়ে বাংলাদেশ বিমানে যুক্ত হলো ৬টি ড্রিমলাইনার।

আগামি ৫ জানুয়ারি উড়োজাহাজ দুটি দিয়ে বন্ধ হয়ে যাওয়া ম্যানচেস্টার ও লন্ডন রুটে বিমানের ফ্লাইট চলাচল শুরু হবে। জানাগেছে এরই মধ্যে ম্যানচেস্টার রুটের উদ্বোধনী ফ্লাইটের প্রায় সব টিকিট বিক্রি হয়ে গেছে।

আইএনবি/বিভূঁইয়া