আইএনবি নিউজ:শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই প্রার্থী আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন।
মেয়র প্রার্থী আতিকুল ইসলামের ফেসবুক পেজ প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুই মেয়র প্রার্থী ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও বিজয়ের পথে থাকা আতিক ও তাপসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
ঢাকা উত্তর সিটির মেয়র পদে শেষ খবর পাওয়া পর্যন্ত ৭৩৯টি কেন্দ্রের ফল ঘোষণা হয়। তাতে নৌকা প্রতীকে আতিকুল ইসলাম পেয়েছেন ২ লাখ ৩৫ হাজার ২৫০ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির তাবিথ আউয়াল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৩৫৫ ভোট।
অপর দিকে দক্ষিণের ৯৭৯টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়। তাতে নৌকা প্রতীকে শেখ ফজলে নূর তাপস পেয়েছেন ৩ লাখ ৬৫ হাজার ৩২ ভোট, তার নিকটততম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৭৭৫ ভোট।
আইএনবি/বিভূঁইয়া