প্রথম বিয়ে গোপন করায় স্ত্রীর সাজা

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে প্রথম বিয়ে গোপন রেখে দ্বিতীয় বিয়ে করায় সাদিয়া জাহান সেজুতি (২৩) নামে এক মহিলাকে এক বছরের সাজা দিয়েছেন আদালত।

সাজাপ্রাপ্ত সাদিয়া শহরের সাবালিয়া তিন তলা এলাকার ফুলকড়ি টাওয়ারের অষ্টম তলার মনির হোসেনের মেয়ে। মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালে প্রথম বিয়ে গোপন করে শহরের সাবালিয়া গ্রামের দুলাল হোসেনের ছেলে শাহনেওয়াজ শিহাবের সাথে সেজুতির দ্বিতীয় বিবাহ হয়। পরে স্বামী শাহনেওয়াজ প্রথম বিয়ের কথা জানতে পেরে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

মঙ্গলবার বিচারক মোয়াজ্জেম হোসেন সাদিয়া জাহান সেজুতিকে এক বছরের সাজা ও দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

বাদীপক্ষের আইনজীবি ইকবাল হোসেন বলেন, এধরনের মামলা খুবই অপ্রতুল। সচেতনতার অভাবে অনেকেই এসব বিষয় গোপন রেখে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। জন সচেতনতা বৃদ্ধিতে আদালতের এরায়টি দৃষ্টান্ত হয়ে থাকবে।

আইএনবি/বিভূঁইয়া